বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের মামলার সর্বশেষ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির এক সভায় তিনি একথা জানান। মির্জা ফখরুল বলেন, ‘গায়েবি মামলা দুনিয়ার কোথাও কেউ দেখেছে বা শুনেছে বলে আমার জানা নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ করেই আমাদের নেতাকর্মী এবং প্রার্থীদের নামে এমন অসংখ্য মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। তারা ঘরে ঘুমাতে পারেননি। ভোটারদের কাছে গিয়ে ভোট পর্যন্ত চাইতে পারেননি।’
তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার সংখ্যা এখন ৯৯ হাজার ছাড়িয়ে গেছে। আর এসব মামলায় ইংরেজিতে বলতে গেলে বলতে হয় ২.৫ মিলিয়ন (২৫ লাখ) নেতাকর্মীকে আসামি করা হয়েছে। কবে কবে ক্ষমতাসীনরা এত মামলা দিয়েছে, তারা নিজেরা চিন্তাও করতে পারেনি।’ বিএনপি মহাসচিব বলেন, ‘এত মামলার পরেও আমরা গণতান্ত্রিক বাংলাদেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু, আওয়ামী লীগ একটি ক্রিমিনাল মাইন্ড নিয়ে গোটা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে।’
বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মদ জসিম, নাজিম উদ্দিন মাস্টার, জামাল উদ্দিন খান মিলন, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়াউল হায়দার পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।