https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

আজ জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ জানুয়ারি ২০১৯, ১৮:৩১

শেয়ার করুনঃ
আজ জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী

জাতীয় পার্টির (জাপা) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৮৬ সালের ১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে গঠিত হয় জাপা। ১৯৮২ সালে ২৪ মার্চ রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতায় আসেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ। পরের বছর রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন তৎকালীন প্রধান সামরিক আইন প্রশাসক এরশাদ। তার অনুসারীরা প্রথমে গঠন করেন জনদল।

পরে রাষ্ট্রপতি আহসান চৌধুরীর নেতৃত্বে গঠিত হয় জাতীয় ফ্রন্ট। পাঁচ দলের ফ্রন্টটি বিলুপ্ত করে এরশাদের নেতৃত্বে ১৯৮৬ সালের ১ জানুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় পার্টি। আজ বিকেলে বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে দলটি। তবে ওই আলোচনা সভায় উপস্থিত থাকবেন না দলের চেয়ারম্যান এরশাদ। 

এ সম্পর্কিত আরও পড়ুন

ভোটাধিকার নিশ্চিত না হলে রাজপথে বিএনপি

ভোটাধিকার নিশ্চিত না হলে রাজপথে বিএনপি

দেশে অনির্দিষ্টকালের জন্য কোনো সংস্কার চলতে পারে না, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর বেরাইদ এলাকায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।   মির্জা ফখরুল বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি রাজপথে থাকবে। কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না।

 ইউনূসকে পাঁচ বছরের প্রধানমন্ত্রী চান সারজিস আলম

ইউনূসকে পাঁচ বছরের প্রধানমন্ত্রী চান সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। শনিবার তার দেওয়া এই পোস্ট দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।   ফেসবুকে তিনি লেখেন, ড. মুহাম্মদ ইউনূস একজন স্টেটসম্যান, এবং তাকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। পোস্টটি অনেকেই শেয়ার ও

দেশের নেতৃত্ব ভণ্ডামিতে ভরা: হাসনাত আবদুল্লাহ

দেশের নেতৃত্ব ভণ্ডামিতে ভরা: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ এবং তারা নিজেদের কথা অনুযায়ী কাজ না করে জনগণকে ভুল পথ দেখাচ্ছে। তিনি শুক্রবার (২৮ মার্চ) দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, বর্তমান নেতারা জনগণের জন্য যেসব নীতি তৈরি করেন, সেগুলি কখনোই নিজেদের জন্য অনুসরণ করেন

ফ্যাসিস্ট সরকার আরও এক বছর থাকলে আমাকে ঝুলিয়ে দিতো, দাবী বাবরের

ফ্যাসিস্ট সরকার আরও এক বছর থাকলে আমাকে ঝুলিয়ে দিতো, দাবী বাবরের

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ফ্যাসিস্ট সরকার যদি আরও এক বছর ক্ষমতায় থাকতো, তবে তাকে ঝুলিয়ে দেওয়া হতো। শুক্রবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশে এই মন্তব্য করেন। লুৎফুজ্জামান বাবর জানান, দেশের ফ্যাসিবাদ মুক্ত করতে ছাত্রদের অবদান ছিল অমূল্য, তবে এখানে কারো একক কৃতিত্ব দিতে তিনি অসম্মত। তার মতে, গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার দায়িত্ব

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি দেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। তিনি ঈদের আনন্দকে স্বাধীনতা-উত্তর আনন্দের সাথে তুলনা করে বলেন, "দেশ আজ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে, যা ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে সম্ভব হয়েছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের জুলুমের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ স্বাধীনভাবে শ্বাস