প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ২১:১৫

ঠাকুরগাঁও সদর ২৯ মাইল এলাকার বিডি স্কুল মাঠে সোমবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনী সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ভোটপরিস্থিতি ও সরকারের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন পর দেশে ভোটের সুযোগ আসছে এবং এবার নির্বাচন আগের চেয়ে ভিন্ন হবে। বিশেষ করে ধানের শীষ ও নৌকা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তার বক্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। এবার নৌকা নেই বলেও তিনি মন্তব্য করেন।
