প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ২০:৩১

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে আবারও একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, গত ১৫ থেকে ১৬ বছর মানুষ ভোট দিতে পারেনি। ভোটের অধিকার ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যারা এই কাজ করেছে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে।
