বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আজ যে বাংলাদেশ দেখা যাচ্ছে, তা অর্জন করতে ১৯৪৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ৭৭ বছর অপেক্ষা করতে হয়েছে। এই সময়ের প্রতিটি অধ্যায় রক্ত, ত্যাগ ও আন্দোলনের সাক্ষী।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, এই বাংলাদেশ গড়ে উঠতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা আব্দুল মালেক থেকে শুরু করে সর্বশেষ বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদি পর্যন্ত অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে। আমরা তাদের রক্তের কাছে চিরঋণী।
তিনি অভিযোগ করেন, গত ৫৪ বছর ধরে ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের জীবন, ক্যারিয়ার ও ছাত্রীদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা ছিল না। তবে সেই অন্ধকার অধ্যায় বিদায় নিতে শুরু করেছে, যদিও এখনো কালো ছায়া পুরোপুরি কাটেনি।
ছাত্রশিবির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আজ শিবির ছাত্রসমাজের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে। এখন দায়িত্ব নিয়ে নিজেদের গড়ে তুলতে হবে এবং সহপাঠীদের নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে।
তিনি আরও বলেন, শিবিরের কাঁধে আজ শহীদদের রক্তের ঋণ এবং ১৮ কোটি মানুষের প্রত্যাশার বোঝা। এই বিজয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইনসাফের ভবিষ্যৎ বিজয়ের ইঙ্গিত দিচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি সাদ্দাম হোসেন। এতে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ ও যুগপৎ আন্দোলনের শরিক আট দলের নেতারা উপস্থিত ছিলেন।