প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ২১:৫৩
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা রাজবাড়ীতে অনুষ্ঠিতব্য জুলাই পদযাত্রায় অংশ নেওয়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে তিনি রাজবাড়ী শহরের রেলগেট এলাকায় ১৭ জুলাই বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য পদযাত্রায় সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান।
তিনি লেখেন, রাজবাড়ী আমার শ্বশুরবাড়ি, মানে আমারও বাড়ি। এখানেই আমার বহু স্মৃতি জমে আছে। পদ্মার ইলিশ কেনা থেকে শুরু করে বরাট বাজার, গুদারবাজার, দৌলতদিয়ার মাছ এবং নির্মল মিষ্টান্ন ভাণ্ডারের চমচম পর্যন্ত সবকিছুই আমার জীবনের অংশ।
এবারের ফিরে আসা ভিন্ন এক ভালোবাসা নিয়ে—জুলাই অভ্যুত্থানের নেতাদের সঙ্গে নিয়ে। জানা যায়, ১ জুলাই শুরু হওয়া পদযাত্রা রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে ১৭ জুলাই পৌঁছাবে রাজবাড়ীতে, যেখানে হবে এনসিপি-র একটি বিশাল কর্মসূচি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন জানিয়েছেন, এই প্রোগ্রাম সফল করতে প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং প্রায় ১৫
থেকে ২০ হাজার মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে। তাসনিম জারার সঙ্গে থাকবেন জুলাই আন্দোলনের নেতারা—নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আক্তার হোসেনসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ। তাসনিম জারার স্ট্যাটাস এবং আবেগময় স্মৃতিচারণ সামাজিক মাধ্যমে দারুণ সাড়া ফেলেছে, বিশেষ করে রাজবাড়ীবাসীর মাঝে। অনেকেই মন্তব্যে শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন তাকে। এনসিপির নেতারা বলছেন,
এই পদযাত্রা শুধুই একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জাতীয় পুনর্গঠন ও জনগণের প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত একটি আন্দোলন। রাজবাড়ীর এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয় নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন। এনসিপি সূত্রে জানা যায়, পদযাত্রা শেষে নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এবং সেখানে আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে নির্দেশনা দেওয়া হতে পারে। রাজবাড়ী শহরে এই কর্মসূচিকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।