প্রকাশ: ২৩ মে ২০২৫, ১১:১৯
জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন—এমন মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন জাতীয় নাগরিক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব এবং জনপ্রিয় স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর ডা. তাসনিম জারা।
শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি বিস্তারিত পোস্টে তিনি দেশের রাজনৈতিক অস্থিরতা, বিভাজন এবং নেতৃত্বের সংকট নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন। সেইসঙ্গে তিনি সবাইকে ঐক্যের আহ্বানও জানান।
ডা. তাসনিম জারার ভাষ্য মতে, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও ক্ষুদ্র প্রতিদ্বন্দ্বিতা গণতান্ত্রিক উত্তরণের পথকে কঠিন করে তুলছে। তিনি মনে করেন, এই পরিস্থিতি দোষারোপের জন্য নয়, বরং চিন্তা করার মুহূর্ত।
তিনি বলেন, “আমরা স্বল্পমেয়াদী সুবিধার জন্য স্বাধীনতার জন্য প্রাণ দেয়া জাতির আশা নষ্ট করতে পারি না। যারা পরিবর্তনে ভয় পায়, তারা ভাঙন এবং মেরুকরণের মাধ্যমে পুরনো ব্যবস্থাকে ফিরিয়ে আনার চেষ্টা করে।”
তাসনিম জারা আরও বলেন, “আমাদের অবশ্যই দলাদলির ঊর্ধ্বে উঠতে হবে। এই বিপ্লব চালিয়েছে জনগণ, আর তাদের প্রতিই আমাদের দায়বদ্ধতা। সংযম, সংলাপ এবং ঐক্যের প্রতি আমাদের অঙ্গীকার থাকা উচিত।”
তিনি বলেন, “আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে বিভাজনের চেয়ে ঐক্য বেশি প্রয়োজন। এখন সময়, সব মতভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার।”
তার এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন রাজনৈতিক অস্থিরতা, অবরোধ এবং নির্বাচনী অনিশ্চয়তার মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পদত্যাগের চিন্তা করছেন বলে খবর ছড়িয়েছে।
পোস্টের শেষাংশে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “এই রাত আমাদের ঐক্যের দিকে নিয়ে যাক, বিভাজনের দিকে নয়।” তার এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।