প্রকাশ: ১ মে ২০২৫, ১৯:১০
মে দিবসের দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর দলের শ্রমিক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি বলেন, বিদেশি স্বার্থ রক্ষার পরিবর্তে, অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের স্বার্থ নিশ্চিত করতে হবে। ১ মে, বৃহস্পতিবার, রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত এই শ্রমিক সমাবেশে তিনি তার বক্তব্যে মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর উদ্বেগ প্রকাশ করেন।