নোয়াখালীর চৌমুহনী বাজারে আগুনে পুড়ল ৬ দোকান

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: শনিবার ১৫ই মার্চ ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ন
নোয়াখালীর চৌমুহনী বাজারে আগুনে পুড়ল ৬ দোকান

নোয়াখালীর চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে আগুন লেগে অন্তত ৬টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার ভোরে চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।  


শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বাজারের হকার্স মার্কেটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ব্যাটারি চালিত অটোরিকশা চার্জের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বাজারের স্থানীয় ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।  


স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালানোর পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং একটি ছাপাখানা দোকান, একটি প্লাস্টিকের খেলনা দোকানসহ মোট ৬টি দোকান পুড়ে যায়।  


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এ ঘটনায় তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা। চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক বলেন, অটোরিকশা চার্জ দেওয়ার দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  


এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা দাবি করেছেন, বাজারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছেন। স্থানীয় প্রশাসনও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।  


চৌমুহনী বাজার এলাকায় আগুনের এমন ঘটনা নতুন নয়। গত কয়েক বছরে এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। স্থানীয়রা দাবি করেছেন, বাজারে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় বারবার এমন ঘটনা ঘটছে। তারা দ্রুত বাজারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।