মৌলভীবাজারে গ্রেপ্তার আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক-৫

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: সোমবার ১০ই মার্চ ২০২৫ ০৮:০৪ অপরাহ্ন
মৌলভীবাজারে গ্রেপ্তার আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক-৫

মৌলভীবাজারে সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আহমদ উদ্দিনকে পুলিশের  কাছ ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ জনকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।


সোমবার (১০ মার্চ) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কাটারাই গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।


এর আগে রবিবার (৯ মার্চ) রাতে কাটারাই আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। 


পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সিপু দাসের নেতৃত্বে পুলিশ সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের কাটারাই বাজারে অভিযান চালিয়ে খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আহমদ উদ্দিনকে গ্রেপ্তার করে। তাকে মোটরসাইকেলে তোলার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা আকস্মিক ঘটনাস্থলে এসে তাকে ছিনিয়ে নিয়ে যায়।


মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় সন্দেহভাজন ৪-৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের পরিচয় যাছাই-বাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।