নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আহ্বান ইসির

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ১০ই মার্চ ২০২৫ ০৪:৪২ অপরাহ্ন
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আহ্বান ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আবেদন আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১০ মার্চ) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণবিজ্ঞপ্তি জারির বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, নিবন্ধন নেওয়ার জন্য আগ্রহী দলগুলো আগামী ২০ এপ্রিল ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবে। নিবন্ধন প্রক্রিয়া আগের আইন অনুসারে চলবে।


গণবিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০ক এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮-এর শর্তাবলি অনুসরণ করে রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। নিবন্ধন আবেদন করতে হলে দলগুলোকে ইসির নির্ধারিত ফরম-১ পূরণ করতে হবে এবং তা তাদের স্বীয় লেটারহেড প্যাডে জমা দিতে হবে।


এছাড়া, নিবন্ধনের জন্য দাখিল করতে হবে দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা, দলের লোগো ও পতাকার ছবি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ব্যাংকের নামসহ অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি। দলের তহবিলের উৎসের বিবরণ, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় ক্ষমতাপত্রও জমা দিতে হবে।


নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে দলগুলোকে ৫ হাজার টাকা ফি প্রদান করতে হবে, যা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। দলটির সদস্য সংখ্যা ও নির্বাচনী কার্যক্রমের সমর্থনে কিছু প্রমাণপত্রও দাখিল করতে হবে। দলের কেন্দ্রীয় দপ্তর এবং অন্তত এক-তৃতীয়াংশ জেলা দপ্তরের কার্যক্রমের প্রমাণ থাকতে হবে।


নির্বাচন কমিশন জানিয়েছে, যদি দলটির নিবন্ধন সফল হয়, তবে কমিশন তাদের ফরম-৩-এ একটি নিবন্ধন সার্টিফিকেট প্রদান করবে। পরবর্তীতে নিবন্ধিত দলগুলোর নাম সরকারি গেজেটে প্রকাশ করা হবে। এই উদ্যোগে নির্বাচন কমিশন আশা করছে, নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া সহজতর হবে এবং তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সক্ষম হবে।