বরিশাল প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের কমিটি গঠন, সভাপতি কাজী মামুন-সম্পাদক তুষার

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শুক্রবার ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪১ অপরাহ্ন
বরিশাল প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের কমিটি গঠন, সভাপতি কাজী মামুন-সম্পাদক তুষার

বরিশাল প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে। শুক্রবার সকালে প্রেসক্লাবের সাংবাদিক মাঈনুল হাসান মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন পায়। নতুন কমিটিতে কাজী আল মামুনকে সভাপতি এবং আরিফিন তুষারকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।


নবগঠিত কমিটির সহ-সভাপতি পদে মো. জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে খান রুবেল এবং কোষাধ্যক্ষ পদে সুখেন্দু এদবারকে মনোনীত করা হয়েছে। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে পদাধিকার বলে প্রেসক্লাবের কার্যকরী সংসদের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বিদায়ী সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, মুরাদ আহমেদ এবং কমলসেন গুপ্তকে মনোনীত করা হয়েছে।


প্রেসক্লাবের সদস্যরা সভায় উপস্থিত হয়ে কল্যাণ তহবিলের কার্যক্রম আরও গতিশীল এবং উন্নত করার জন্য বিভিন্ন বিষয় তুলে ধরেন। সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ। বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলের কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সদস্যরা পরামর্শ দেন এবং ভবিষ্যতে কল্যাণ তহবিলের মাধ্যমে সাংবাদিকদের আরও সেবা প্রদান করার ওপর গুরুত্বারোপ করেন।


বিদায়ী কমিটির সভাপতি মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা ভবিষ্যতে সাংবাদিক কল্যাণ তহবিলের কার্যক্রম আরও সুসংহত করার জন্য বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের উপর আলোচনা করেন।