কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বিশেষ অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন বিসিজি স্টেশন সেন্টমার্টিন একটি গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। তবে অভিযানের সময় কোনো মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে নীলাচল রিসোর্ট সংলগ্ন সি-বিচ এলাকায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকের চালানটি একটি কালো ব্যাগের মধ্যে রেখে জিও ব্যাগের নিচে লুকিয়ে রাখা হয়েছিল।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মাদক পাচারের নতুন নতুন রুট ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। সেন্টমার্টিনসহ বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে মাদক কারবারিদের তৎপরতা বেড়ে গেছে। কোস্ট গার্ড, বিজিবি ও অন্যান্য বাহিনী মাদকের প্রবাহ ঠেকাতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে।
এ ধরনের মাদকবিরোধী অভিযানের প্রশংসা করেছেন স্থানীয়রা। তবে তারা বলছেন, শুধু ইয়াবা উদ্ধার করলেই হবে না, মূল কারবারিদেরও আইনের আওতায় আনতে হবে। তারা আরও বলেন, যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত তৎপর থাকে, তাহলে মাদক চোরাচালান অনেকটাই কমে আসবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।