মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত এক আবাসিক রিসোর্টে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করে আজ দুপুরে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩০ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানার অধীনে কালীঘাট ৩নং শ্রীমঙ্গল ইউপির অন্তর্গত ডলুছড়া সাকিনস্থ তংথাই রেস্ট হাউজে তৎপরতা চালানো হয়।
এসআই(নিঃ)/শ্যামল কুমার নন্দী এবং তাঁর সঙ্গীরা এই অভিযান পরিচালনার মাধ্যমে চারজন অভিযুক্তকে গ্রেফতার করেন, যার মধ্যে তিনজন তরুণ ও এক তরুণী রয়েছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ৩৫ বছর বয়সী জসিম উদ্দিন (পিতা আব্দুল মতলেব মিয়া, সাং-রূপসপুর), ৩৫ বছর বয়সী ইব্রাহিম সিকদার (পিতা মৃত নুরুল হক সিকদার, সাং-পশ্চিম ভাড়াউড়া), ৩৪ বছর বয়সী ধনঞ্জয় দেববর্মা (পিতা মৃত দত্ত রাম দেববর্মা, সাং-ডলুছড়া, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার) এবং ২০ বছর বয়সী রাবেয়া আক্তার নিশি (পিতা আঃ আজিজ শেখ, মাতা রাজেদা বেগম, সাং-ভোমবাগ, থানা-কালিয়া, জেলা-নড়াইল)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে চালান মোতাবেক মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।
অভিযানের সাথে সংগঠিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তদন্তাধীন অবস্থায় রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্রীমঙ্গল থানার এই তৎপর অভিযান জনগণের মাঝে নিরাপত্তা ও শৃঙ্খলার বার্তা প্রেরণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড রোধে পুলিশ কর্তৃক সতর্কতার সঙ্গে পদক্ষেপ গ্রহণের সংকল্প প্রতিফলিত করে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।