নওগাঁর আত্রাইয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার প্রথম রাউন্ডের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আদর্শে গড়ে তুলতে হবে। বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তা-চেতনা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ এফ এম মনসুর রহমান ও সদস্য মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বিচারক ও মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন ও প্রজেক্ট অফিসার রুকুনুজ্জামান।
এই প্রতিযোগিতার মূল বিষয়বস্তু ছিল “ছাত্র-ছাত্রীদের মাঝে সততা ও নিষ্ঠাবোধ জাগ্রত করা না গেলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভবপর নয়”। শিক্ষার্থীরা এ বিষয়ে পক্ষে-বিপক্ষে যুক্তি তুলে ধরে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা দুর্নীতির কুফল ও তা প্রতিরোধে করণীয় সম্পর্কে নানা যুক্তি তুলে ধরে। তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষা ও নৈতিকতার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করে। বিচারকরা প্রতিযোগীদের যুক্তিগুলো মূল্যায়ন করে তাদের উপস্থাপনার দক্ষতা সম্পর্কে মত প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন, বিতর্ক শুধু কথা বলার দক্ষতা বাড়ায় না, এটি একজন শিক্ষার্থীকে দেশ ও বিশ্ব সম্পর্কে জানার সুযোগও করে দেয়। শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার চর্চা করতেই হবে, তা না হলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন কঠিন হয়ে পড়বে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা বৃদ্ধি পেলেই দুর্নীতি প্রতিরোধ সম্ভব। শিক্ষার্থীদের সততা ও নৈতিকতার চর্চা করা উচিত যাতে তারা ভবিষ্যতে সৎ নাগরিক হিসেবে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীদের মাঝে নৈতিক মূল্যবোধ আরও জোরদার হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।