হিজলায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২০শে ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৫১ অপরাহ্ন
হিজলায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

বরিশালের হিজলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদারের সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  


সভায় উপস্থিত ছিলেন হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ অহিদুজ্জামান, সেনা ক্যাম্প ও কোস্টগার্ডের কর্মকর্তারা, বিএনপির আহ্বায়ক আঃ গাফফার তালুকদার, সদস্য সচিব এড. দেওয়ান মনির হোসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন খোকনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।  


সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপন করা হয়। বিশেষ করে বাল্যবিয়ে, মাদক ব্যবসা, ইভটিজিং, চুরি, খেয়াঘাটের অনিয়ম, অবৈধ বালু উত্তোলন, চরের মাটি কাটা ইত্যাদি সমস্যা নিয়ে আলোচনা হয়। এসব অপরাধ রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।  


আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং নিয়েও আলোচনা হয়। মূল্য নিয়ন্ত্রণ, ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতকরণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। বাজার ব্যবস্থাপনা ঠিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত হয়।  


বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করা হয় এবং স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।  


সভায় খেয়াঘাটের অব্যবস্থাপনা ও অনিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয় এবং অবৈধ নৌযান পরিচালনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।  


মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান পরিচালনার সুপারিশ করা হয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়।  


সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধমুক্ত হিজলা গড়ে তোলা সম্ভব।