বর্তমান সরকারের আমলে টাকা দিয়ে আর চাকরি হবে না, খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০১৯ ০২:০১ অপরাহ্ন
বর্তমান সরকারের আমলে টাকা দিয়ে আর চাকরি হবে না, খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকারের আমলে টাকা দিয়ে আর চাকরি হবে না। চাকরি নিতে হলে মেধা দিয়েই নিতে হবে। তাই অভিভাবকদের সচেতন থাকতে হবে। শিক্ষকদের দায়িত্ব সোনার ছেলেমেয়ে গড়ে তোলা। ভালো ছাত্রছাত্রী গড়ে তুলতে না পারলে মুক্তিযুদ্ধের চেতনা নিভে যাবে। প্রধানমন্ত্রী দেশকে গড়তে চান। যদি মেধাবী ছাত্রছাত্রীরা কাজে লাগে তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।

বুধবার সকাল ১১টায় নওগাঁর বদলগাছী বালুভরা আর বি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বালুভরা হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সুকমল কর্মকারের সভাপতিত্ত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সংসসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ- ৩ আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম, নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ, নওগাঁ জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিপিএম, বদলগাছী উপজেলা চেয়ারম্যান শামছুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. আবু তাহির।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর প্রফেসর ড. তরিকুল ইসলাম মিলন, আওয়ামী লীগ নেতা সখিনা সিদ্দিক, অত্র স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোত্তালেব হোসেন, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী। এর আগে প্রধান অতিথি সকাল ৯টায় ফেস্টুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির সূচনা করেন। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।