ঠাকুরগাঁওয়ে যথাযথ মর্যাদায় এবং উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৪। সোমবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে এ দিবস উদ্যাপন করা হয়।
সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর শহরের পাবলিক ক্লাব মাঠে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি দফতরসমূহ, জেলা বিএনপি, ঠাকুরগাঁও প্রেসক্লাব এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
এরপর জেলা প্রশাসক ইশরাত ফারজানা ৩ দিনব্যাপী বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য বিভিন্ন প্রদর্শনী, স্টল এবং সাংস্কৃতিক আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এই দিনে ৩০ লাখ শহীদের রক্ত এবং কয়েক লাখ নারীর ত্যাগের বিনিময়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয়।
ঠাকুরগাঁওয়ে এদিনের আয়োজনগুলোতে মুক্তিযুদ্ধের চেতনা এবং শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।