রোববার (১৫ ডিসেম্বর) ছাত্রশিবিরের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলা হয়, ৫৪তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামীকাল (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শাহবাগ পর্যন্ত এই র্যালি অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।
বিজয় দিবসের এই কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশের স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এই আয়োজন। ছাত্রশিবির বিশ্বাস করে, বিজয়ের চেতনাকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে।
এই র্যালি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংগঠনের নেতাকর্মীরা র্যালিতে অংশ নিতে সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, ছাত্রশিবির প্রতিবছর বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন করে থাকে। তবে এবারের আয়োজনকে ঘিরে তাদের মধ্যে বিশেষ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। র্যালির মাধ্যমে তারা ঐক্য, দেশপ্রেম এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চায়।
এদিকে, রাজধানীতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোরও বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।ছাত্রশিবিরের এই উদ্যোগ নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের বার্তা পৌঁছাবে বলে আশা করছে সংগঠনটি। তবে রাজধানীর বিভিন্ন সড়কে র্যালি ও কর্মসূচি ঘিরে যানজটের আশঙ্কাও রয়েছে।
উল্লেখ্য, মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। এই দিবসটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের জন্য বিশেষ তাৎপর্য বহন করে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।