অভিবাসন খাতে সাংবাদিকতার অসামান্য অবদানের জন্য ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি অজয় কুন্ডু। অনলাইন ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জনকারী এ সাংবাদিক ১৫ ডিসেম্বর, রবিবার, ঢাকার ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কৃত হন।
ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড প্রতি বছর অভিবাসন খাতে সাংবাদিকদের ভূমিকার স্বীকৃতি দেয়। ২০১৫ সালে প্রথমবার এই পুরস্কার প্রবর্তিত হয় এবং ২০২৩ সালে নবমবারের মতো এটি প্রদান করা হয়েছে। এই পুরস্কারের জন্য নির্বাচিত প্রতিবেদনের মধ্যে অজয় কুন্ডুর ‘ঝুঁকিপূর্ণ অভিবাসন: ৪ বছরে মাদারীপুরের ৪৫ জনের মৃত্যু’ শিরোনামের প্রতিবেদনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতিবেদনে লিবিয়া হয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ৪৫ জন মাদারীপুরবাসীর মৃত্যু এবং তাদের অভিবাসনসংক্রান্ত অভিজ্ঞতার বেদনাদায়ক গল্প তুলে ধরা হয়।
অজয় কুন্ডু, মাদারীপুর পৌরসভাধীন চরমুগরিয়া এলাকার মৃত শঙ্কর কুন্ডুর সন্তান, তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১২ সালে স্থানীয় দৈনিক বিশ্লেষণ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন এবং ২০১৭ সালে প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি হিসেবে যোগ দেন।
এ বছর মোট ১৬ জন সাংবাদিক ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড লাভ করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি অভিবাসন খাতে দক্ষ কর্মী তৈরি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম অভিবাসন খাতে সাংবাদিকতার ভূমিকার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
পুরস্কৃত সাংবাদিকদের হাতে ক্রেস্ট, সনদ ও অর্থমূল্যের চেক তুলে দেওয়া হয়। এ বছরের পুরস্কারটি ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।