প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৪, ২১:৪১
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে না। তিনি মনে করেন, দোষ করলে বিচার হওয়া উচিত, তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রয়োজন।
শনিবার রাজধানীর বনানীতে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
আলোচনায় জাতীয় ঐক্য নিয়ে সমালোচনা করে জিএম কাদের বলেন, "জাতীয় ঐক্যের নামে দেশে অনৈক্য সৃষ্টি করা হয়েছে। ৫৩টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র ১৮টি দল নিয়ে ঐক্য গঠন করা হয়েছে। ফলে দেশের অর্ধেক জনগণকে এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে, যা সংঘাতময় পরিস্থিতির জন্ম দিয়েছে।"
তিনি অভিযোগ করেন, "জাতীয় পার্টিকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। পার্টি অফিসে হামলা চালানো হয়েছে, নেতাদের পাসপোর্ট আটকে রাখা হয়েছে।"
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, "গণমাধ্যমে সেলফ সেন্সরশিপ চলছে। সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এটি গণতন্ত্রের জন্য বড় হুমকি।"
জিএম কাদের আরও বলেন, "দেশে একটি স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় পার্টি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও করে যাবে।"
আলোচনায় জাতীয় পার্টির নেতারা আরও বলেন, "রাজনৈতিক দমন-পীড়নের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। দেশের মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।"
সভার শেষে নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।