শহীদ বিশালের পরিবারকে সমবেদনা জানাতে নবাগত জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ৯ই নভেম্বর ২০২৪ ০৬:১১ অপরাহ্ন
শহীদ বিশালের পরিবারকে সমবেদনা জানাতে নবাগত জেলা প্রশাসক

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে শহীদ হওয়া কলেজ ছাত্র বিশালের পরিবারের সাথে স্বাক্ষাৎ করেছেন জয়পুরহাট নবাগত জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। শুক্রবার (৯ নভেম্বর) বিকেলে জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামের শহীদ বিশালের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারটির প্রতি সমবেদনা জানান।


নবাগত জেলা প্রশাসক আফরোজা আক্তার বলেন, "আপনারা যে কোনো সমস্যা আমাদের জানাবেন, আমরা পাশে থাকবো।" তিনি শহীদ বিশালের বাবা-মায়ের হাতে আর্থিক সহায়তার ২০ হাজার টাকা, শীতের কম্বল এবং মৌসুমী ফল প্রদান করেন। এছাড়া, তিনি বলেন, শহীদ বিশালের আত্মত্যাগ এলাকাবাসী এবং যুবসমাজের জন্য এক অসীম প্রেরণার উৎস হবে।


এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভুমি) মো. বেলায়েত হোসেন, ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, বিশালের বাবা মজিদুল সরকারসহ অন্যান্য এলাকাবাসী।


উল্লেখ্য, গত ৪ আগস্ট জয়পুরহাট শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া বিশাল গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। বিশাল পাঁচবিবি নাকুরগাছী বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তার মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং শহীদ বিশালের পরিবারের প্রতি সহানুভূতির ঝড় উঠেছে।