জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালির আয়োজন

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার ৮ই নভেম্বর ২০২৪ ১১:২০ পূর্বাহ্ন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালির আয়োজন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ রাজধানী ঢাকায় র‍্যালি করবে বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে দুপুর ২:৩০টায় শুরু হয়ে এই র‍্যালিটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। 


র‍্যালিটি নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, মৎস্য ভবন, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে শেষ হবে মানিক মিয়া অ্যাভিনিউতে। র‍্যালির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং সমাপনী বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 


বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, এই শোভাযাত্রায় দলের নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবে। ঢাকা জেলার আশপাশের বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষও এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।


৭ নভেম্বরকে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' হিসেবে পালন করে আসছে বিএনপি, যা তাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনটি ১৯৭৫ সালের ৭ নভেম্বর, যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তাল ছিল, সেই সময়ের ঐতিহাসিক আন্দোলন ও বিপ্লবের স্মৃতি জাগরূক করে। 


র‍্যালি উপলক্ষে ঢাকা শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক পরিস্থিতি বজায় রাখার জন্য প্রস্তুত রয়েছে।