যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আনুষ্ঠানিক জয় ঘোষণা করার আগে ট্রাম্প নিজের জয় ঘোষণা করে বক্তব্য প্রদান করায় বিশ্বনেতারা তাকে অভিনন্দন জানাতে শুরু করেন।
নেতানিয়াহু টুইটারে তার বার্তায় বলেন, "ইতিহাসের সেরা প্রত্যাবর্তন করায় আপনাকে অভিনন্দন। হোয়াইট হাউসে আপনার আগমন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও দৃঢ় করবে।" তিনি ট্রাম্পের জয়কে একটি "বিশাল অর্জন" হিসেবে বর্ণনা করেন।
এছাড়াও, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। স্টারমার বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহী।
এদিকে, বুধবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প তার বিজয়কে "দুর্দান্ত" হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, "এটি আমেরিকার স্বর্ণযুগ হবে, যা আমাদের দেশকে আবার মহান করবে।" যদিও ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ইলেকটোরাল কলেজ ভোটে ২৭০-এর ম্যাজিক ফিগার অর্জন করতে পারেননি, তবে তিনি দাবি করেছেন যে, তিনি এখন শুধুমাত্র ৪ ভোটের দূরত্বে রয়েছেন।
ভোটারদের ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, "এটি আমেরিকার জনগণের দুর্দান্ত বিজয়।" তার বক্তব্যের সময় পাম বিচের জনতা "আমেরিকা, আমেরিকা!" স্লোগান দিতে থাকে।
ট্রাম্পের সঙ্গে ছিলেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।