বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে ভোলা জেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা এলাকা থেকে একটি বিশাল সন্ত্রাসী দলকে গুঁটিয়ে দেয়া হয়েছে। বুধবার, ০৬ নভেম্বর ২০২৪ তারিখে রাত ২টা ১৫ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে সন্ত্রাসী মোঃ সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩টি গ্রেনেড, ১টি চাইনিজ ছুরি ও ৩টি দেশীয় অস্ত্র।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানিয়েছেন, সুজন দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল ও স্থানীয়দের মাঝে ভয়ভীতি সৃষ্টির মাধ্যমে অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে অস্ত্রসহ অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা।
এই সফল অভিযানে ভোলা জেলার স্থানীয় জনগণ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আরও শক্তিশালী সমন্বয়ের প্রমাণ মিলেছে। আটক সন্ত্রাসী ও জব্দকৃত অস্ত্রগুলো পরবর্তী কার্যক্রমের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার তকি আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, যাতে এলাকার সাধারণ মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।