নওগাঁর রাণীনগর উপজেলার মালশন গ্রামে মিম আক্তার (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন তার সাবেক স্বামীর অত্যাচারের কারণে। সাবেক স্বামী হেলাল উদ্দিন সরদার (২৭) ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে মিমের আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার পর গভীর অভিমানে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন মিম। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মিম আক্তার এবং হেলাল উদ্দিনের বিয়ে হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসে। কিন্তু মাত্র সাত মাস পর পারিবারিক কলহের কারণে ৭ জুলাই তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই হেলাল তার সাবেক স্ত্রীর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিতে শুরু করেন। এমনকি মিমের হোয়াটসঅ্যাপে এসব ছবি পাঠিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করে। মিম এর প্রতিবাদ করলে হেলাল আরও উত্যক্ত করতে থাকে।
মিমের বাবা আসাদুল প্রামানিক জানান, "হেলাল আমার মেয়েকে অনেক দিন ধরে উত্যক্ত করছিল। সে ফেসবুকে মিমের আপত্তিকর ছবি পোস্ট করত। শুধু ফেসবুক নয়, হোয়াটসঅ্যাপে সেসব ছবি পাঠিয়ে তাকে ভয়ভীতি দেখাতো। যখনই আমি জানতে পারলাম, মেয়েটি এসব সহ্য করতে না পেরে বিষপান করেছে, আমি তাকে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু দুঃখজনকভাবে হাসপাতালে তার মৃত্যু হয়।"
এদিকে, মিমের আত্মহত্যার ঘটনায় রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ অভিযুক্ত হেলাল উদ্দিনের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তবে, ঘটনার পর থেকেই হেলাল ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছে। স্থানীয়রা জানায়, হেলাল মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।
নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফজলুল হক জানিয়েছেন, মিম
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।