দেবীদ্বারে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশত

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: শুক্রবার ৪ঠা অক্টোবর ২০২৪ ১০:৪২ অপরাহ্ন
দেবীদ্বারে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশত

 কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী গ্রামে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ধামতী গ্রামের দক্ষিণখার এলাকায় সংঘটিত এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। হামলা চলাকালে স্থানীয় দোকানপাটে ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।


প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রায় এক মাস আগে মৃত আব্দুল বারেকের ছেলে মো. হবি (২৪) দুয়ারিয়া গ্রামে জুয়া খেলার সময় স্থানীয়দের হাতে মারধরের শিকার হন। এ ঘটনায় ধামতী গ্রামবাসী হাবির বিরুদ্ধে গ্রাম্য সালিস ডেকে তৎকালীন মাদক সেবন ও জুয়া খেলা থেকে বিরত থাকার নির্দেশ দেন। বিচারক হিসেবে সালিসে উপস্থিত ছিলেন মো. সফিকুল ইসলাম, সাবেক ইউপি মেম্বার দুলাল মিয়া ও শাহজাহান কবির।


সালিসের রায়ের বিরুদ্ধে হবির পরিবার দুয়ারিয়া গ্রামের জুয়ারীদের বিচার দাবি করলে সালিসদাররা বলেন, তারা ওই গ্রামের লোকজনের বিচার করতে পারবেন না। এই মন্তব্যের পর হবির পক্ষে কোরেরপাড় এলাকার লোকজন ও লতিফের বাড়ির লোকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা হাতাহাতিতে রূপ নেয়। দুই বাড়ির মধ্যে গত এক মাস ধরে বিরোধ চলছিল।


সালিস অনুষ্ঠিত হওয়ার পূর্বে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে। এর ফলে উভয় পক্ষের অন্তত অর্ধশত গ্রামবাসী আহত হন। আহতদের মধ্যে অনেককে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আহতদের মধ্যে রয়েছেন: ধামতী গ্রামের মো. ইউনুস (৫৪), গিয়াস উদ্দিন (২৮), মো. ইয়াছিন (২২), ফেরদৌসী বেগম (৩৩), শরীফ (২৮), হনুফা বেগম (২৫) প্রমুখ। অপর পক্ষের আহতদের মধ্যে রয়েছেন: আব্দুল লতিফের বাড়ির দিলু মিয়া (৫০), সোহেল রানা (২৫), ইসমাইল হোসেন (২২), সেলিম মিয়া (৩০)।


দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ সাইফুল্লাহ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় মামলা করেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ টহল জোরদার করেছে। 


এ ঘটনার পর স্থানীয়রা হতাশা প্রকাশ করেছেন এবং দাবি করেছেন, দ্রুত বিচার ব্যবস্থা প্রয়োগ করা হোক।