টিম টাইগারকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ১৭ই জুন ২০২৪ ০৮:০৬ অপরাহ্ন
টিম টাইগারকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটে স্থান করে নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।


সোমবার (১৭ জুন) সকালে নেপালকে হারিয়ে এই টুর্নামেন্টের সুপার এইটে স্থান করে নেয় বাংলাদেশ। কোরবানি ঈদের সকালে বাংলাদেশ দলের এই জয়ের খবর ক্রিকেটপ্রেমিদের জন্য দ্বিগুণ আনন্দ নিয়ে আসে।


এই সাফল্যে জাতীয় দলের খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক বার্তায় বলেন, সুপার এইটেও জয়ের এই ধারা অব্যাহত থাকবে এবং বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই তার প্রত্যাশা।


প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক বার্তায় টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটে স্থান পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।