
কুয়াকাটায় আ.লীগের অবরোধ ও হরতাল বিরোধী মিছিল

জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ২:৩৪
শেয়ার করুনঃ

পটুয়াখালীর কুয়াকাটায় সারাদেশে বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়েছে। কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লার নেতৃত্বে মঙ্গলবার সন্ধা ৭টায় এ মিছিল বের করা হয়।
মিছিলটি কুয়াকাটা-ঢাকা মহাসড়ক এবং রাখাইন মহিলা মার্কেটসহ পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুয়াকাটা চৌরাস্তায় গিয়ে এক পথসভায় মিলিত হয়।

এসময় পৌর আওয়ামী লীগ সভাপতি আঃ বারেক মোল্লা বলেন, বিএনপি জামাতের ডাকা অবরোধ হরতাল কেউ মানেনি মানবে না। বিএনপি জামাত অবরোধ হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করছে। দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ঢেলে দিতে চায়। তাদের সেই আশা কখনো সফল হবে না। আওয়ামী লীগ মাঠে থেকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে।
পথসভা থেকে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।

সর্বশেষ সংবাদ
