বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ কখনো বাধা প্রধান করেনি আর করবেও বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর ০২ আসনে সংসদ সদস্য শাজাহান খান এমপি বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন তারা যদি শেখ হাসিনা কে উচ্ছেদ করার জন্য যে কোন ধরনের নাসকতা করার চেষ্টা করে আমারা সেই ক্ষেত্রে নেতাকর্মী এবং জনগণকে সতর্ক রাখছি যাতে করে কোন ধরনের নাসকতা সৃষ্টি করতে না পারে।
এসময় শাজাহান খান আরো বলেন, ‘দেশে সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করার আহবান জানাই। যদি তারা অংশগ্রহণ নাও করে তবুও নির্বাচন হয়ে যাবে।
মাদারীপুর জেলা আনসার কমাডেন্ট মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, সিভিল সার্জন মুনীর আহমেদ খান, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকিরসহ অন্যরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।