যারা আন্দোলন করে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করার হুমকি দিচ্ছেন, তাদের রাজপথে মোকাবেলা করা হবে। আওয়ামীলীগ রাজপথে সংগ্রাম করতে জানে। কারোও হুমকি ধামকিতে লাভ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নে তরুণ সমাজ জেগে উঠেছে। আর তরুণরাই স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রনী ভূমিকা পালন করবে। সরকারে উন্নয়ন কার্যক্রম স্থানীয় এমপির মাধ্যমেই করবে এটাই স্বাভাবিক। কিন্তু আওয়ামীলীগের মধ্যে ঘাপটি মেরে থাকা স্থানীয় কতিপয় নেতা শোক দিবস,দলের প্রতিষ্ঠা বার্ষিকীসহ বিভিন্ন অনুষ্ঠানের নামে এমপির বিরোধীতায় মেতে উঠেন। এর মাধ্যমে তারা আওয়ামীলীগ সরকারের উন্নয়নকে স্বীকার করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপক উন্নয়ন ও স্মাট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শনিবার (১৫ জুলাই) দুপুরে পাঁচবিবি পৌর ও বালিঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এমপির নিজ বাসভবন চত্ত্বরে মতবিনিময় সভায় প্রধান অতিথি জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু উপরোক্ত কথাগুলো বলেন।
পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাজা চৌধুরী, সদস্য মহির উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, খালেকুল ইসলাম বকুল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ রানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগাঠনিক সম্পাদক আরিফ রাব্বানী ইস্তি, বালিঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজার রহমানসহ আরো অনেকে। এর আগে সম্প্রতি তৃণমূল পর্যায়ের দুইজন নেতার মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে শোক প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।