Google Adsense

বঙ্গবন্ধুর আদর্শকে ধারণকারীরাই যুবলীগের নেতৃত্বে আসতে পারবে : যুবলীগ সম্পাদক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ৩ জুলাই ২০২৩, ৪:১৫

শেয়ার করুনঃ
বঙ্গবন্ধুর আদর্শকে ধারণকারীরাই যুবলীগের নেতৃত্বে আসতে পারবে : যুবলীগ সম্পাদক

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক    মইনুল হোসেন খান নিখিল বলেছেন, যুবলীগকে এমন ভাবে সাজাতে হবে, এমনভাবে নেতৃত্ব দিতে হবে, যারা মনে প্রানে বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসে তারাই যুবলীগের নেতৃত্বে আসতে পারবেন। যারা পয়সার জন্য, অর্থের জন্য পদ পদবি নিয়ে কোটিপতি হবে, তাদের যুবলীগে কোন স্থান নেই। খাটি বঙ্গবন্ধুর প্রেমিকরাই যুবলীগের পদ পজিশন পাবে। কুয়াকাটা পারিবারিক সফরে এসে রোববার রাতে মহিপুর থানা যুবলীগ ও কুয়াকাটা পৌর যুবলীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, এই কুয়াকাটা থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করার। কুয়াকাটা থেকে আওয়াজ উঠবে বঙ্গবন্ধু কন্যার কুয়াকাটা। এই অঞ্চল থেকে শুরু হবে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের প্রতিরোধ করতে হবে। 

Google Adsense

টেকনাফ থেকে তেঁতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া যেখান থেকেই ষড়যন্ত্র করা হবে সেখানেই প্রতিরোধ করতে হবে। 

আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই সেই মানুষটির জন্য, যেই মানুষটি বেঁচে আছে আপনাদের জন্য। দেশের জন্য। দেশের মানুষের জন্য। যিনি ২৪ ঘন্টার মধ্যে ১৬ ঘন্টা জাগ্রত থেকে আপনাদের জন্য ভাবেন। 

Google Adsense

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সমুদ্র সম্পদ অর্জন করেছেন। গরীব দুঃখী মানুষের জন্য কাজ করছেন।

পর্যটন নগরী কুয়াকাটা পায়রা সমুদ্র বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, সাবমেরিন কেবল ল্যান্ডিং ষ্টেশন, শের-ই বাংলা নৌ ঘাঁটি, মৎস্য অবতরণ কেন্দ্র, সড়ক যোগাযোগ ব্যবস্থা সচল করাসহ বহু উন্নয়ন মূলক কা করেছেন তিনি এখানে। এখানকার মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে। পদ্মাসেতু দিয়ে ৫ ঘন্টায় কুয়াকাটা আসা যায় যা দক্ষিনাঞ্চলের মানুষ কখনো ভাবেনি।

Google Adsense

প্রধানমন্ত্রী আপনাদের দক্ষিনাঞ্চলের মানুষের কথা ভেবেই এসব উন্নয়ন করেছেন। দেশ এখন অর্থনৈতিকভাবে সাবলম্বী হয়েছে। 

মতবিনিময় সভায় যুবলীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে  তিনি বলেন, দলীয় কোন্দল ও দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীকে বিজয়ী করার মধ্য দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

Google Adsense

যুবলীগকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে।

মহিপুর থানা যুবলীগ আহবায়ক মোঃ মিজানুর রহমান বুলেট আকনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীম আল সাইফুল সোহাগ, কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আঃ বারেক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জি, পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ সোহেল, কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোঃ হুমায়ূন কবির, মোঃ মাসুদুর রহমান, মহিপুর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা, কুয়াকাটা পৌর যুবলীগের আহবায়ক মোঃ ইসহাক শেখ প্রমুখ। মতবিনিময় সভার সঞ্চলনা করেন ধুলাসার ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ জিল্লুর রহমান কিশোর। সোমবার সকালে যুবলীগ সাধারণ সম্পাদক কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা যান। তিনি গত শুক্রবার রাতে পারিবারিক সফরে কুয়াকাটা আসেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে লন্ডনে ‘জিয়া পরিষদ, ইউকে’ আয়োজিত একটি সভা ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন,

নতুন দলের প্রতিবাদী বার্তা: শেখ হাসিনার বিচার দাবি

নতুন দলের প্রতিবাদী বার্তা: শেখ হাসিনার বিচার দাবি

রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে চব্বিশের অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার বিচার নিদর্শন হওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসতে না পারে। তিনি বলেন, জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে চায় জাতীয় নাগরিক পার্টি।   তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে শতশত ছাত্র-তরুণসহ বিভিন্ন শ্রেণিপেশার

শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন নয়: সারজিস আলম

শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন নয়: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মঙ্গলবার (৪ মার্চ) সকালে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, “আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।” সারজিস আলম জানান, শেখ হাসিনা ও আওয়ামীর বিরুদ্ধে যে সকল হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তার

নতুন সংবিধান ছাড়া উন্নয়ন সম্ভব নয়: নাহিদ ইসলাম

নতুন সংবিধান ছাড়া উন্নয়ন সম্ভব নয়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার (৪ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মন্তব্য করেছেন যে, পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তিনি বলেন, “এমন একটি শাসন ব্যবস্থা প্রয়োজন, যা জনগণের মৌলিক অধিকার রক্ষা করে এবং দেশের উন্নতির পথ সুগম করে।” নাহিদ ইসলাম আরও মন্তব্য করেন যে, শুধু সরকার পরিবর্তন করলেই প্রকৃত গণতন্ত্র

জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে চান নুরুল হক নুর!

জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে চান নুরুল হক নুর!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নুরুল হক নুরের দল এনসিপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছেন। সম্প্রতি দেশীয় একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, নুরুল হক নুর নিজেই তার দল বিলুপ্ত করার এবং এনসিপির সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। হান্নান মাসউদ বলেন, "নুরুল হক নুরু ভাই নিজেই তার দল

Mostafijur Rahman