প্রকাশ: ৩ জুলাই ২০২৩, ৪:১৫
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল বলেছেন, যুবলীগকে এমন ভাবে সাজাতে হবে, এমনভাবে নেতৃত্ব দিতে হবে, যারা মনে প্রানে বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসে তারাই যুবলীগের নেতৃত্বে আসতে পারবেন। যারা পয়সার জন্য, অর্থের জন্য পদ পদবি নিয়ে কোটিপতি হবে, তাদের যুবলীগে কোন স্থান নেই। খাটি বঙ্গবন্ধুর প্রেমিকরাই যুবলীগের পদ পজিশন পাবে। কুয়াকাটা পারিবারিক সফরে এসে রোববার রাতে মহিপুর থানা যুবলীগ ও কুয়াকাটা পৌর যুবলীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, এই কুয়াকাটা থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করার। কুয়াকাটা থেকে আওয়াজ উঠবে বঙ্গবন্ধু কন্যার কুয়াকাটা। এই অঞ্চল থেকে শুরু হবে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের প্রতিরোধ করতে হবে।
টেকনাফ থেকে তেঁতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া যেখান থেকেই ষড়যন্ত্র করা হবে সেখানেই প্রতিরোধ করতে হবে।
আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই সেই মানুষটির জন্য, যেই মানুষটি বেঁচে আছে আপনাদের জন্য। দেশের জন্য। দেশের মানুষের জন্য। যিনি ২৪ ঘন্টার মধ্যে ১৬ ঘন্টা জাগ্রত থেকে আপনাদের জন্য ভাবেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সমুদ্র সম্পদ অর্জন করেছেন। গরীব দুঃখী মানুষের জন্য কাজ করছেন।
পর্যটন নগরী কুয়াকাটা পায়রা সমুদ্র বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, সাবমেরিন কেবল ল্যান্ডিং ষ্টেশন, শের-ই বাংলা নৌ ঘাঁটি, মৎস্য অবতরণ কেন্দ্র, সড়ক যোগাযোগ ব্যবস্থা সচল করাসহ বহু উন্নয়ন মূলক কা করেছেন তিনি এখানে। এখানকার মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে। পদ্মাসেতু দিয়ে ৫ ঘন্টায় কুয়াকাটা আসা যায় যা দক্ষিনাঞ্চলের মানুষ কখনো ভাবেনি।
প্রধানমন্ত্রী আপনাদের দক্ষিনাঞ্চলের মানুষের কথা ভেবেই এসব উন্নয়ন করেছেন। দেশ এখন অর্থনৈতিকভাবে সাবলম্বী হয়েছে।
মতবিনিময় সভায় যুবলীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলীয় কোন্দল ও দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীকে বিজয়ী করার মধ্য দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।
যুবলীগকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে।
মহিপুর থানা যুবলীগ আহবায়ক মোঃ মিজানুর রহমান বুলেট আকনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীম আল সাইফুল সোহাগ, কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আঃ বারেক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জি, পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ সোহেল, কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোঃ হুমায়ূন কবির, মোঃ মাসুদুর রহমান, মহিপুর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা, কুয়াকাটা পৌর যুবলীগের আহবায়ক মোঃ ইসহাক শেখ প্রমুখ। মতবিনিময় সভার সঞ্চলনা করেন ধুলাসার ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ জিল্লুর রহমান কিশোর। সোমবার সকালে যুবলীগ সাধারণ সম্পাদক কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা যান। তিনি গত শুক্রবার রাতে পারিবারিক সফরে কুয়াকাটা আসেন।