রাজধানীতে বিআরটিসি বাসে বিএনপির আগুন

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২৩শে মে ২০২৩ ১০:১৫ অপরাহ্ন
রাজধানীতে বিআরটিসি বাসে বিএনপির আগুন

রাজধানীর ধানমণ্ডিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাসে ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা। একই সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দেয় তারা। এ ছাড়া ধানমণ্ডি ৩ নম্বর ক্রসিং রোডের পুলিশ বক্স ভাঙচুর করে।


ধানমণ্ডির ল্যাব-এইড হাসপাতালের সামনের সড়কে আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।


সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজধানীর ধানমণ্ডিতে বাংলাদেশ মেডিক্যাল কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। পদযাত্রাটি সীমান্ত স্কয়ারের সামনে থেকে সিটি কলেজের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।


এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে।


তারা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।