ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ, কৃষকের মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বুধবার ২৬শে এপ্রিল ২০২৩ ০৭:২১ অপরাহ্ন
ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ, কৃষকের মুখে হাসি

বরিশাল সিটির ৩০ নং ওয়ার্ডের কলাডেমা এলাকার কৃষক আশ্রাব আলী খাঁর  ৫৮ শতাংশ পাকা বোরে ধান কেটে দিয়েছেন বরিশাল মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ধানগুলো মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিয়েছেন তারা। এতে অর্থের কারণে শ্রমিক সংকটে থাকা কৃষক রেজাউলের মুখে হাসি ফুটেছে।


বুধবার  (২৬ এপ্রিল) সকালে বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা রেজানুর রহমান নিয়ন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানগুলো কেটে দেন।



কৃষক আশ্রাফ আলী খাঁ বলেন, ‘অর্থনৈতিক সমস্যার কারণে শ্রমিকদের মজুরি এবার বাড়তি। আবার বাইরে থেকে শ্রমিক কম আসায় সংকট রয়েছে। ঝড়বৃষ্টির শঙ্কায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জমির ধানগুলো কেটে, মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন। তাদের এমন কাজে ভীষণ খুশি আমি।’ 


তিনি বলেন, ‘সার, বীজ, সেচ ও কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় ৫৮ শতাংশ জমিতে ধান ফলাতে অনেক ধারদেনা করতে হয়েছে। শ্রমিক দিয়ে ধান কাটা ও মাড়াইয়ে আরও অনেক টাকার দরকার হতো। কোনও প্রতিদান ছাড়াই ছাত্রলীগের নেতাকর্মীরা ধানগুলো ঘরে তুলে দিয়েছেন। তাদের মতো বাকিরাও যদি এভাবে কৃষকদের পাশে দাঁড়াতো, তাহলে ধান কাটা নিয়ে দুশ্চিন্তা করা লাগতো না স্থানীয় কৃষকদের।’



ছাত্রলীগ নেতা রেজানুর রহমান নিয়ন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা'র নির্দেশনায়‘ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের আহবান অনুযায়ী বরিশাল  জেলার প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক সংকটের কারণে পাকা ধান কেটে কৃষকের ঘুরে তুলে দিচ্ছেন আমাদের নেতাকর্মীরা। চাহিদা অনুযায়ী কৃষকদের সহযোগিতা করা হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও আমরা সাধারণ মানুষের পাশে থাকবো।’