প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১:৩
পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়ন কাউন্সিল মাধ্যমিক বিদ্যালয়ের ৫১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মো: মহিববুর রহমান মহিব এমপি।
এমপি মহিব সকাল ৯টায় শান্তির পায়রা ও রঙীন বেলুন আকাশে উড়িয়ে বিদ্যালয়ের এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার উৎকর্ষ সাধন ও প্রযুক্তিজ্ঞান সম্পন্ন দক্ষ নাগরিক গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়নে কাজ করে চলছেন। উপকূলের এই স্কুলটি থেকেও তথ্য প্রযুক্তির আলো ছড়াতে অচিরেই কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে স্কুলে আসতে পারে সেজন্য সড়ক যোগাযোগ উন্নয়ন সহ স্কুলে নতুন ভবন নির্মান ও শ্রেনী কক্ষে নতুন আসবাবপত্র সরবরাহে তিঁনি সকলকে আশ্বস্ত করেন। এজন্য তিঁনি সকলকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আবারও নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান।
এরপর প্রধান অতিথি শিক্ষার্থীদের আকর্ষনীয় কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেড মঞ্চে উপস্থিত থেকে ছালাম গ্রহন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো: হুমায়ুন কবির, ইউসি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়মীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম সহ স্থানীয় বিশিষ্টজন ও শিক্ষক অভিভাবকবৃন্দ।
স্কুল শিক্ষার্থীদের আকর্ষনীয় ডিসপ্লে ও কুচকাওয়াজ শেষে মশাল প্রজ্জ্বলন করে খেলার মাঠ প্রদক্ষিন করে এক শিক্ষার্থী। এর সাথে সাথে দৌড়, লাফ, সাঁতার, মোরগ যুদ্ধ সহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে প্রতিযোগীতা শুরু হয়। বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহনের শুরু হয় আবৃত্তি, কুরআন তেলওয়াত, নাচ, গান, কবিতা, কৌতুক, গজল প্রতিযোগীতা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।