বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে। বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকেই এ আলোচনা চলছে। নৌকার মনোনয়ন পাওয়ায় সাদিকের চাচা আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষ নেয় স্থানীয় সাংসদ পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণ অনুসারীরা। আর সাদিকের পক্ষ নেয় মহানগর আওয়াামীলীগ নেতৃবৃন্দ।
এরপরই হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে বরিশালে আওয়ামী লীগের রাজনীতি। শুরু হয় চাচা-ভাতিজা গ্রুপের দ্বন্দ্ব। এরপর নৌকার সমর্থকদের হামলার অভিযোগে সাদিক অনুসারী মহানগর ছাত্রলীগের আহবায়ক রইস আহম্মেদ মান্নাসহ ১৩ জনকে গ্রেফতারের পর সেই দ্বন্দ্ব আরো জোড়ালো হয়। গ্রেফতার এড়াতে সাদিক অনুসারী নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। তবে গত বুধবার আবুল হাসানাত আবদুল্লাহকে প্রধান করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ৯ সদস্যের একটি কমিটি গঠন করে দেয় কেন্দ্র।
এছাড়া গত শুক্রবার নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত তার বড় ভাবির (আবুল হাসানাত আবদুল্লাহ স্ত্রী) কবর জিয়ারত করেন। এতে সাদিক অনুসারী নেতাকর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে। এখন শুধু হাসানাতের বরিশাল আসার অপেক্ষায় তারা। তিনি বরিশাল এসে যৌথ সভা করার পরই একযোগে নৌকার প্রচারণায় নামবেন এমনটি জানা গেছে।
সূত্রমতে, গত ১৫ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয় বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর চাচা আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে। এ নিয়ে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগ ভিন্ন অবস্থান নেন। যা নিয়ে চলে আলোচনা-সমালোচনা। আর মেয়র সাদিক আবদুল্লাহ এখনও ঢাকায় অবস্থান করায় তিনিও চাচার পক্ষে ভোটের মাঠে নামেননি। তবে একাধিকবার তার অনুসারী নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করার জন্য ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে নির্দেশনা দেন। কিন্তু তার কোন অনুসারীই এখন পর্যন্ত নৌকার পক্ষে মাঠে নামেননি। এদিকে গত রবিবার আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী খোকন সেরনিয়াবাতের সমর্থকদের ওপর পিস্তল ঠেকিয়ে অতর্কিত হামলার অভিযোগ ওঠে বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর অনুসারী বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহম্মেদ মান্না ও তার সহযোগীদের বিরুদ্ধে। ওই দিন রাতেই মামলার প্রেক্ষিতে মেট্রোপলিটনের কাউনিয়া থানা পুলিশ মামলার এজাহারভুক্ত মান্না ও তার ১০ সহযোগীসহ মোট ১৩ জনকে গ্রেফতার করে। তারা বর্তমানে জেলহাজতে রয়েছে। এদিকে ওই ঘটনার দিন রাতে বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। এই দ্বন্দ্ব নিরসনের জন্য বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য গত বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ৯ সদস্যের একটি কমিটি গঠন করে দেয়। এর প্রধান করা হয়েছে আবুল হাসনাত আবদুল্লাহকে। এরপর গত শুক্রবার দুপুরে এই প্রথম খোকন সেরনিয়াবাত তার বড় ভাই আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী প্রয়াত সাহান আরা আবদুল্লাহর কবর জিয়ারত করেছেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ও অন্য নেতারা তার সঙ্গে ছিলেন। আর এতে করে দলীয় নেতাকর্মীরা মনে করছেন, ভাবির কবর জিয়ারত করার ঘটনাটি বরিশালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চলমান দ্বন্দ্ব ও সংঘাতের অবসান হতে চলছে। বিশেষ করে তার সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস থাকায় এই ধারণা আরও বদ্ধমূল হচ্ছে। তবে এতে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীরকে দেখা যায়নি।
এদিকে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষের নেতারা এখন পর্যন্ত কেউ আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে নির্বাচনি মাঠে না নামলেও নির্বাচন পরিচালনায় আবুল হাসানাত আবদুল্লাহকে টিম লিডার ঘোষণার পর সাদিক অনুসারীদের মধ্যে কিছুটা স্বস্তি লক্ষ্য করা গেছে। গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই কমিটির ছবি পোস্ট করে অনেক নেতাকর্মীই নৌকার পক্ষে ভোট চাইতেও দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক সাদিক অনুসারী একাধিক নেতাকর্মী জানান, দক্ষিণ বাংলার আওয়ামীলীগের অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহ বরিশালে এলেই সব ধরণের শংকা কেটে যাবে। আর ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয়ে মাঠে নামবেন তারা।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস বলেন, আবুল খায়ের আবদুল্লাহ দলীয় প্রার্থী। তাকে বিজয়ী করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নামব। শিগগিরই ঢাকা থেকে আবুল হাসনাত আবদুল্লাহ বরিশালে ফিরে যৌথসভা করে আমাদের নির্দেশনা দেবেন। সে অনুযায়ী আমরা মাঠে নামব।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।