ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ বুধবার সকালে সরকারি কেসি কলেজ থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক শফিকুল ইসলাম শিমুল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক খায়রুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আহম্মেদ, সাবেক সভাপতি রানা হামিদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরান।
আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য আব্দুল হাই বলেন, বাংলাদেশের উন্নয়নে সরকার যে চমক দেখিয়েছে তা মানুষ আজীবন মনে রাখবেন। তিনি বলেন, যারা উন্নয়নে বিশ্বাসী নয়, তারাই দেশে জ্বালাও পোড়াও করে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।