দেশ কোনদিকে যাবে, তা ১২ ফেব্রুয়ারি জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তবে জনগণের শক্তিতেই সেই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভবিষ্যৎ ঠিক করবে। বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।
রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের কৃষি বিপ্লবকে টেকসই করতে তিনি প্রায় ১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার ঘোষণা দেন। তিনি বলেন, ধানের শীষ জয়ী হলে রাজশাহী থেকে শুরু করে সুদূর পঞ্চগড় পর্যন্ত প্রতিটি কৃষকের ঘরে এই প্রকল্পের সুফল পৌঁছে দেওয়া হবে।
তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে খাল খনন কর্মসূচি এবং দেশনেত্রী খালেদা জিয়ার আমলে নেওয়া সেচ প্রকল্পগুলো উত্তরবঙ্গের কৃষিকে সমৃদ্ধ করেছিল। কিন্তু গত ১৬ বছরে পদ্মা নদীকেন্দ্রিক বৃহৎ সেচ প্রকল্পটি পরিকল্পিতভাবে থামিয়ে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের আম চাষীদের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে, যাতে তারা ন্যায্যমূল্য পান।
এছাড়া উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদ্মা নদীর ওপর নতুন একটি পদ্মা ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।
রাজনৈতিক নেতা নয়, এবার ভোটকেন্দ্র পাহারা দেবে জুলাইযোদ্ধারা: হাসনাত
প্রান্তিক নারীদের ক্ষমতায়নে প্রতিটি পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণাও দেন বিএনপি চেয়ারম্যান।
২২ বছর পর রাজশাহীতে তারেক রহমানের জনসভায় উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে। রাজশাহী বিভাগের ৮ জেলা থেকে লক্ষাধিক মানুষের সমাগমে মহানগরীতে সৃষ্টি হয় তীব্র যানজট।