
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৬:৮

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেন, ৫৪ বছরের শোষণ, বৈষম্য ও আধিপত্যবাদী শক্তির কবল থেকে দেশবাসীকে মুক্ত করতেই ২০২৪ সালের জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। সেই বিপ্লবে বাংলার দামাল সন্তানেরা বুক পেতে মাঠে নেমেছিল, আবু সাঈদের মতো তরুণেরা বুলেটের মুখে দাঁড়িয়েছিল। তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই সংগ্রামের ফসলই জুলাই সনদ।
