বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে পালিত হলো বিএনপির অঙ্গসহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী।
সোমবার (২ জানুয়ারী) জেলা ছাত্রদলের আয়োজনে শহরের চৌরাস্তা থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুকনী লেকের পারে পুলিশের বাধার মুখে এসে শেষ হয়।পরে সেখানে এক আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন বলেন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থেকে এ সরকারের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরে যাবোনা। তিনি আরো বলেন হামলা- মামলা দিয়ে লাভ নেই রাজপথে ছিলাম, আছি এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাদারীপুর জেলা ছাত্রদলের সভাপতি,সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান।
এছাড়া আরোবক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতিও বিএনপি নেতা মোফাজ্জেল হোসেন খান মফা, জেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক বেপারী, যুগ্ম-আহবায়ক মামুন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার, সাধারন সম্পাদক মাসুদ পারভেজ, সহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।