বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩০২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত ১৭ এপ্রিল শ্রাবণ ও জুয়েলের নেতৃত্বে ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এছাড়া ছাত্রদলের আংশিক কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক করা করা হয় আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়াকে।
আজ ৩০২ সদস্যের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩৩ জনের নাম ঘোষণা করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন সভাপতি পদে খোরশেদ আলম সোহেল, সিনিয়র সহ-সভাপতি ইজাজুল কবির রুয়েল, সহ-সভাপতি মো. হাসানুর রহমান, সহ-সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক পদে মমিনুল ইসলাম জিসানকে মনোনীত করা হয়।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয় গনেশ চন্দ্র রায় সাহস, আবদুল জলিল আমিনুল, মাসুম বিল্লাহ্ (এফএইচ), মো. মাসুম বিল্লাহ (এফ রহমান), তারিকুল ইসলাম তারেক, ফারহান মো. আরিফুর রহমান, আনিসুর রহমান খন্দকার অনিকসহ প্রমুখ।
সাংগঠনিক সম্পাদক পদে মাসুদুর রহমান মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান বাবু, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, ছাত্রী বিষয়ক সম্পাদক কানেতা ইয়া লামকে মনোনীত করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।