পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন দলের জ্যেষ্ঠ নেতারা। দলের মহাসচিবের সঙ্গে থাকবেন স্থায়ী কমিটি সদস্যরা।
রোববার (১০ জুলাই) রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান বাসভবন ফিরোজায় চেয়ারপারসনের বাসায় শুভেচ্ছা বিনিময় করতে যাবেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
করোনা মহামারি, জেলজীবনসহ বিভিন্ন কারণে গত কয়েক বছর ঈদ আনন্দ জোটে খালেদা জিয়ার ভাগ্যে। এবার নাতনিকে নিয়ে গুলশানের বাসায় ঈদ করছেন তিনি।
এর আগে, ঈদের দিন সকাল সাড়ে ১১টায় জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।