দেবীদ্বারে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, উপজেলা প্রতিনিধি - দেবীদ্বার, কুমিল্লা
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১লা সেপ্টেম্বর ২০২২ ০৭:৩৮ অপরাহ্ন
দেবীদ্বারে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেবীদ্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর দেবীদ্বার পৌর এলাকার নিজ বাগান বাড়িতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।


সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহমানের সঞ্চালনায় ওই প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাজেদা আহসান মুন্সী, কুমিল্লা (উঃ) জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, কুমিল্লা (উঃ) জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, কুমিল্লা (উঃ) জেলা বিএনপির সাবেক কোশাধক্ষ মো. আজহারুল ইসলাম ভূইয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সুদন ডিলার, সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সাজুদ্দিন সাজু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান (ভুলু), পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবির আহমেদ, পৌর বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন সরকার, পৌর বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সাইফুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন (বিল্লু) প্রমুখ। 


কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী বলেন, ‘বর্তমান দু:সময়ে জনগণকে সংগঠিত করার কোন বিকল্প নেই। দেশ আজ দু:শাসন কবলিত। দ্রব্যমূল্যের উর্ধগতিতে সাধারন মানুষ দিশেহারা। মানুষ ভয়াবহ নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছে। গুম-খুনের আতঙ্ক মানুষের নিত্য সঙ্গী।


 আইন, বিচার, প্রশাসনকে সরকার কব্জার মধ্যে রাখার চেষ্টায় মরিয়া। আইন শৃঙ্খলা বাহিনীকে বেআইনী কাজ করতে বাধ্য করা হচ্ছে। ফলে সমাজে দেখা দিয়েছে বিপজ্জনক বিশৃঙ্খলা। খুন-খারাবী, নারী-শিশু নির্যাতন, অপহরণ, গুপ্তহত্যা ইত্যাদি অনাচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে। কারণ সরকার যেখানে জনগণের প্রতিপক্ষ সেখানে মানুষের জানমালের কোন নিরাপত্তা থাকতে পারে না। সুতরাং জনগণের নিরাপত্তা বিধানের জন্যই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।