কোরবানি ঈদের আর মাত্র একদিন বাকি। পরিবারের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন লাখ লাখ মানুষ। সাধারণ মানুষের মতো রাজনীতিকদের কেউ কেউ ঈদ উপলক্ষে নিজের নির্বাচনি এলাকায় যান। জনগণের সঙ্গে ঈদ উদযাপন করেন। অনেকেই আবার ঢাকায় থেকে যান। দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দল বিএনপির নেতারাও নিজ নিজ নির্বাচনি এলাকায় ছুটছেন।
জানা গেছে, রাজধানীর গুলশানের বাসায় ঈদ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের স্থায়ী কমিটির যেসব সদস্যরা ঢাকায় ঈদ করবেন তারা ওইদিন সন্ধ্যার পরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তার পরিবারের সদস্য এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের স্ত্রীর সঙ্গে ফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
এ ছাড়া ডক্টর আব্দুল মঈন খান জাতিসংঘের একটি সেমিনারে অংশ নিতে আমেরিকায় অবস্থান করার কারণে তিনি সেখানেই ঈদ করবেন। স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় তাকে ভারতেই ঈদ করতে হচ্ছে। যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও স্বেচ্ছাসেবকদলে সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল হজ করার জন্য সৌদি আরব অবস্থান করায় তারাও সেখানে ঈদ করবেন।
ঢাকায় ঈদ করবেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, শামসুজ্জামান দুদু, আমানুল্লাহ আমান, আব্দুস সালাম, খাইরুল কবির খোকন, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ছাত্রদলের সভাপতি ইসলাম শ্রাবণ।
নিজ এলাকায় ঈদ করবেন- আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, মজিবুর রহমান সরোয়ার, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল নিজ এলাকায় ঈদ করবেন।
বিএনপির দলীয় ছয়জন সংসদ সদস্যের মধ্যে পাঁচজন নিজ নিজ এলাকায় ঈদ করবেন। তবে সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ঈদের দিন ঢাকায় থাকবেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।