জাতীয় নির্বাচনের ‘ড্রেস রিহার্সাল’ কুসিক নির্বাচন : রব

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ১৭ই জুন ২০২২ ০৭:৩৪ অপরাহ্ন
জাতীয় নির্বাচনের ‘ড্রেস রিহার্সাল’ কুসিক নির্বাচন : রব

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘ড্রেস রিহার্সাল’ বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।


শুক্রবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।


আবদুর রব বলেন, নির্বাহী বিভাগের কাছে নির্বাচন কমিশন যে অসহায় ও হাস্যকর, কুসিক নির্বাচন তা আরেকবার প্রমাণিত হলো। নির্বাচনের ফলাফল নির্ধারিত হয় সরকারের ইচ্ছায়।


তিনি বলেন, রাতের আঁধারের ভোটের পর সরকার নতুন করে ইভিএমের যে আশ্রয় নিয়েছে, তার ফলাফল কুসিক নির্বাচনে দেশবাসী দেখেছে।


জেএসডি সভাপতি বলেন, নির্বাচনের নামে নাটক করে ক্ষমতা ধরে রাখা সরকারের জন্য ভয়াবহ পরিণতি হবে। শান্তিপূর্ণ রাজনীতিকে সংঘাত এবং ভয়াবহ রক্তপাতের দিকে ঠেলে দেওয়ার দায় আওয়ামী লীগকেই বহন করতে হবে।


তিনি বলেন, সরকার ব্লু -প্রিন্টের আওতায় আগামী জাতীয় নির্বাচনের যে চক্রান্ত করছে, তা প্রতিহত করাই হবে সকল বিরোধী দলের রাজনৈতিক কর্তব্য।