প্রকাশ: ২৩ জুন ২০২১, ১:১০
নানা আয়োজনে ঢাকার আশুলিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম অর্জন ও গৌরবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৩ জুন) সকালে আশুলিয়া থানা আওয়ামী লীগের আয়োজনে আশুলিয়া প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং এলাহী কমিনিটি সেন্টারে কেক ও দোয়া মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে এ দিনটি পালন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।
অনুষ্টানে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক- ফারুক হাসান তুহিন, যুগ্মআহবায়ক ও স্বর্নিভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম।
এ সময় মন্ত্রী বলেন, আওয়ামী লীগের অর্জন পাকিস্তান আমলের গণতান্ত্রিক মানুষের অর্জন, এই দলের অর্জন বাংলাদেশের অর্জন। জাতির জন্য যখন যা প্রয়োজন মনে করেছে, সেটি বাস্তবায়ন করেছে এ দলটি। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, সব আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ গঠনে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ। স্বাধীনতার পর থেকে দেশবিরোধীদের ষড়যন্ত্র স্বত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস্তুপ থেকে উঠে এসে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।
অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফিরোজ কোবির সাভার উপজেলা আ.লীগের কার্যকরী কমিটির সদস্য দেওয়ান লিয়াকত, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য লতিফ মন্ডল,মতিউর রহমান মতি,সানাউল্লাহ সানা,
আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মোঃ কবির হোসেন সরকার, যুগ্ন আহবায়ক মোঃ মঈনুল ইসলাম ভূঁইয়া ও যুবলীগ নেতা ইলিয়াস ভূঁইয়া, নুরুল আমিন সরকার, ইসমাইল ভূঁইয়া বকুল,আবুল ভূঁইয়া সহ আশুলিয়া থানা আওয়ামী লীগের থানার সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।