প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ১৪:৪৮
রাজধানীর এয়ারপোর্ট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে পড়ার ঘটনায় উন্নয়ন প্রকল্পে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ফখরুল বলেন, ‘সরকার উন্নয়নের গণতন্ত্রের কথা বলে। কিন্তু আজকেই গার্ডার ভেঙে পড়েছে। আসলে তাদের উন্নয়ন হলো জনগণের পকেট কেটে নিজেদের উন্নয়ন করা।’
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের লেখা 'কুপি বাতির গণতন্ত্র' নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফখরুল এসব কথা বলেন।
রবিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারের গার্ডার ভেঙে চার শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন চাইনিজ শ্রমিক এবং একজন বাংলাদেশি শ্রমিক রয়েছেন। অন্যজনের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এয়ারপোর্টে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধসে পড়েছে। এতেই বোঝা যায় এর মান কী হচ্ছে। মেগা প্রজেক্টের নামে এভাবেই দেশের অর্থনীতিকে ফোকলা করে দেয়া হয়েছে। জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করছে।’
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি আগামী দিনে এর থেকে উত্তরণ হবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘এই অন্ধকার কেটে যাবে, অবশ্যই আলো আসবে।’