প্রকাশ: ৬ জানুয়ারি ২০২১, ১৪:২০
ব্যারিস্টার মওদুদ আর নেই ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।
বিস্তারিত আসছে...
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় যখন সারাদেশের মানুষ সমব্যথী, তখন সিইসির বক্তব্য জাতিকে ক্ষুব্ধ করেছে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে নিজের অবস্থান ও বক্তব্যের স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে বলে দাবি জানান তিনি। সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করায় প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় সমাবেশে তিনি এ সমালোচনা করেন। ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে হাদির ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। হাসনাত আব্দুল্লাহ বলেন, একই
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহীদ হওয়া সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৫ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। বাণীতে তারেক রহমান বলেন, ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। এই বিজয়ের মাধ্যমে একটি স্বাধীন ও সার্বভৌম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় বিএনপি অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) এ মিছিল অনুষ্ঠিত হবে বলে শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান। তিনি বলেন, “এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে,
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (৩৩) নির্বাচনী প্রচারণার মধ্যে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে মোটরসাইকেলে আসা দুষ্কৃতিকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ