প্রকাশ: ৬ জানুয়ারি ২০২১, ১৪:২০
ব্যারিস্টার মওদুদ আর নেই ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।
বিস্তারিত আসছে...
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হার্ট ও ফুসফুসের সমস্যার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ অবস্থায় নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি গণমাধ্যমকে জানান চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, চেয়ারপারসন মহান আল্লাহর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়ে বহু সাংবাদিক নিজ উদ্যোগে ‘ফ্যাসিবাদকে’ সমর্থন করেছেন। সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, “গেল ১৫ বছর অনেক সাংবাদিক নিজেরাই ফ্যাসিবাদকে সমর্থন করেছেন। সাংবাদিক সমাজের ভেতরে বিভক্তি তৈরি হয়েছে, যার কারণে অনেকেই বিভিন্ন
বিএনপি ক্ষমতায় গেলে দেশের ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইমাম ও খতিব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন। তারেক রহমান বলেন, ইসলামিক স্কলারদের মাঝে অতীতে হীন দলীয় স্বার্থে মতবিরোধ সৃষ্টি করা হয়েছে, যা ধর্মীয় ব্যাখ্যার ভুল প্রয়োগের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় দলীয় সূত্রে জানানো হয়, গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে সন্ধ্যা ৬টার পর তিনি হাসপাতালে রওনা হন। তার নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা ঘিরে এলাকাজুড়ে কঠোর পাহারা দেখা যায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেত্রী অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন পুনরায় সাংগঠনিক পদসহ সব দায়িত্ব ফিরে পেয়েছেন। ২০২৪ সালের ১১ আগস্ট তার ওপর আরোপিত সব দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করে শনিবার (২২ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে পুনরায় বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন তিনি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,