বাকেরগঞ্জে দুই ইট ভাটায় দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মোহসীন মোল্লা, বাকেরগঞ্জ
প্রকাশিত: বুধবার ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৮ অপরাহ্ন
বাকেরগঞ্জে দুই ইট ভাটায় দুই লাখ টাকা জরিমানা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর এলাকায় দুইটি ইট ভাটায় সরকারি বিধি না মানার দায়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তন্ময় হালদারের নেতৃত্বে এম আর ব্রিকস এবং এ কে ব্রিকস ইট ভাটায় অভিযান চালানো হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী জরিমানা আদায় করা হয়।


অভিযানটি পরিচালনা করতে গিয়ে দেখা যায়, উক্ত ইট ভাটাগুলোর কাছে লাইসেন্স ছিল না এবং সেখানে কাঠ পোড়ানোর সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, "লাইসেন্স না থাকা এবং কাঠ পোড়ানোর ঘটনায় অভিযুক্ত ইট ভাটাগুলোর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি।" তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যারা সরকারি বিধি না মেনে ইট ভাটা পরিচালনা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এটি ছিল এই এলাকায় চলতি মাসে ইট ভাটায় পরিচালিত প্রথম অভিযান, তবে স্থানীয়রা মনে করছেন, এ ধরনের অভিযান আরও বেশি প্রয়োজন। আইন অনুযায়ী, পরিবেশের জন্য ক্ষতিকর কাঠ পোড়ানো নিষিদ্ধ এবং ইট ভাটা পরিচালনাকারীদের লাইসেন্স বাধ্যতামূলক। এর মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করার পাশাপাশি সরকারের আইনি বিধি মেনে চলা নিশ্চিত করা হচ্ছে।