মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
থানা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৪ অপরাহ্ন
মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট আন্ধারমানিক স্কুল এন্ড কলেজ মাঠে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হলো মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর মেগা ফাইনাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্ধারমানিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান।


এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে আন্ধারমানিক চ্যাম্পিয়ন চ্যালেঞ্জার্স আজিমপুর কিং থান্ডার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমে ব্যাট করতে নেমে আজিমপুর কিং থান্ডার্স ১২ ওভারে ১০৩ রান সংগ্রহ করে ৯ উইকেট হারিয়ে। তবে, আন্ধারমানিক চ্যাম্পিয়ন চ্যালেঞ্জার্স মাত্র ১০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে এবং ৭ উইকেটে জয় লাভ করে।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কার্যকলাপ থেকে দূরে রাখা সম্ভব। জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মরহুম আবদুর রাজ্জাকের স্মৃতিচারণ করে বক্তৃতা দেন স্থানীয় রাজনীতিবিদরা। বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদল মোল্লা, সাবেক সভাপতি মাস্টার বাহাউদ্দিন তালুকদার, আন্ধারমানিক ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন হাওলাদার, স্থানীয় বিএনপি নেতা মাইনুদ্দিন খান, এবং আন্ধারমানিক ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সিরাজুল হক খান উপস্থিত ছিলেন। এছাড়া, স্থানীয় আন্ধারমানিক ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


এদিনের খেলার মাধ্যমে আন্ধারমানিক চ্যাম্পিয়ন চ্যালেঞ্জার্স দলের জয়ই ছিল সর্বোচ্চ আলোচনার বিষয়, আর স্থানীয় রাজনীতিবিদরা এবং সংগঠনের নেতারা তাদের বক্তব্যে খেলাধুলার গুরুত্ব ও আবদুর রাজ্জাকের অবদান নিয়ে আলোচনা করেন।